সোনালী মিত্র


 

সোনালী মিত্রের কবিতা

রাধা তত্ত্ব


তারাখচিত ধাবা । ধুধু বিশলাখি চাকামাতম । আহাঃ প্রান্তিকট্রাক -
ট্রাক-ট্রাক , আহাঃ পরীযোনিধাবা , চোদ্দআনাগরম ।
ফার্মালিনব্রাহ্মণরাত । হুডখোলা প্রান্তরে উলঙ্গবন্দর । আসে ত্যাজ্যযোনি
বাবু , রাতের অভাব জানি । জানু- জানু-জানুউ । কাতুকাতুমাখা দেহাতিট্রাক , রাতটম্বুর,শ্বাসটম্বুর , শ্বাসটম্বুর , 'খুলে দাও প্রিয়া খুলে দাও বাহুডোর' ।
হে , সার্ফসফেদদ্রবণ , হে আকন্দক্ষয় , শাদা , মিহিনদুধশাদা , সাধি , সাধ্যাতীত নাও । পেছনে ট্রাকআলো , মেঘআলো , চিন্তিত একবিন্ধু ।
কড়কর , কড়কড়ে , ঘামমাখা টাকা একশো কুড়ি  ।
চিন্তিতসরণ , স্মরণ , শরম , সতীসাধ্বী পয়মুখতদেহ , ওগো রাখালিরাধা
ওগো , সখিমোর লিঙ্গসাধা ।

কেন ফোটাফোটা গোলাপজল । জালভৈরব । ক্ষয়জয় , জয়ক্ষয়
দুঃখট্রাক পরিপাট নিখাত নিখাত ।
জ্বলতব্য বুকপাথর , প্রথমসোহাগ শালি মাসিমণি মেয়ে । তারপর , তারপর
অনেকটা ধনঞ্জয় । কৃষ্ণবিবর , নিকুচি করেছি  মাগি ,  শ্রেষ্ঠ ইন্দ্রজয় ।
মাটিরাস্তা , পিচরাস্তা । রাতরাস্তা । যৌনমেদুর ।
মাগি , এ-সস্তারাতে , শালা ফাঁকা ধাবায় , তারাদের যৌনকেলী

এসো ছল , খল , মল , জল , ও অপ্সরা
এসো , বিবিধ
নলে ঝরে শেষসভ্যতার বীর্য



কৃষ্ণবিবর


মহাগভীর  ছাই । শূন্য ।  শূন্যের দেবালয় । বাজে কচিপাতা বাঁশি । বাজে ধূর্তচোখ
নিঝুম , ঝুম-ঝিমুনি  ফেরিওয়ালা ।  ঝুমঝুম বাবু পয়সা কই
সহজলভ্য একলব্য । যুদ্ধ যুদ্ধ বাজে বীণাপাণি সহায় । মাতাঠাকুরণ একা
দোলা লাগে না , নেই  বুকপাহাড় ।
মিথোজীবী পথ । পথ কী পরশপাথর ! পাথরে ভাঙা পাথরের ধুলো
রক্তিম , রক্তআকাশ । রক্তবৃষ্টি । রক্তনদী । রক্তখেকোমাছ ।
গোলক অপলোক । পক্কপ্রেমিক । পক্ককেশ । হয়তো কোনিয়াম রুগী , সচল
অচল তাঁর অঙ্গ । আহা রঙ্গ । আহা বঙ্গেরলোল । ত্রিদেব
পলায়নরত তৃতীয়বিশ্ব । খুব নিঃস্ব-নিঃস্ব স্তন । জলবভাজিকায় ভেজে লোম
পশুলোম , পাশবিকলোম , ওমলোম , অনুলোম ।

ধরোঃ-
শূন্য জানলায় পাখি ওড়ে
                         শূন্য জলে পিতৃতর্পণ
শূন্য চোখে বরাভয়

জানো তো কবি:-
সকল মুকুলের মূলে সকল নোনাজল । সকল সাপের বিষে সকল সাপ ।
                   গানের মর্মরে সোয়াইন ফ্লু । গণ্ডারের চামড়ায় রুইদাস নয় , আস্ত গণ্ডার ।

ধিনধিন এত মরণ:-
মরণের পরে কুটিল  জ্যামিতি । পিথাগোরাসের হাড়ে মৃত্যুজল ।
মানো গো ধন্বন্তরি । ওষুধ লেখো পৌরাণিক ।
হত জাদুঘর । পৈশাচিক ভূতবলয় ।

শেষ করি ক্ষত্ররক্ষক । শেষ করি আগুনফলা ।
মৃতকোষ । কোষে কোষে পিজারোরক্ত...

চৈতন্যযাপন



অবদমিত রাত্রি মাতন।পূর্ণ চন্দ্র গৌর আঙ্গ।গৌরের অঙ্গ।দাও হে সঙ্গ।
সঙ্গ পয়অঙ্গ ভজ।অঙ্গ ভেজে।ক্ষ্যাপা আর তো পাবি না না না ...
ছেড়ে দিলে সোনার গৌর ...
ভাঙ দুয়ার।যোনি দ্বার।ঈশ্বর প্রেম।প্রেমিক আমার প্রেম না জান!
প্রেমিক আমার নরনারায়ণ, কোটি চন্দ্রেশ্বর।প্রেম না জান!
বলি,নাচ হে নিমাই।নাচ তো দেখি?
ধা গিরি গিরি ধা গিরি গিরি ধা ধা ধা।
নাচ তো দেখি!
এক দেহে বিলীন দেবোত্তম,হে মাধব- জাত রাখি না কূল রাখি শ্যাম?
বৈষ্ণব রাই রসকলি ত্বকে।রস কমলীনী।কৃষ্ণ মাখ,চৈতন্য আন চেতনা প্রহর।
অচৈতন্য কালো দেহে সাধ দেহতত্ত্ব,বাজাও খোল, বাজাও ব্রজের বুলি
তুমুল বাজাও বৈষ্ণবীর ঝুলি।
আমার সোনার অঙ্গ পুড়ে সঙ্গ...
খাও ক্ষীরনদ খাও নীরনদ।রজ:স্বলা খাও শ্রী হরির দ্যুতি।
 বীজের ভার -বীর্যের ভার এ দেহ ছোঁবে না।
এস গাঁথি মালা হে পরম ঈশ্বর,এক হাতে মাই অন্য হাতে নিমাই।
খাও রে প্রেম- সাধন সঙ্গ,পরম ব্রহ্ম- সাধন অঙ্গ
বলি,ছেড়ে দিলে সোনার গৌর ...ক্ষ্যপা ছেড়ে দিলে প্রাণের গৌর
আর তো পাবে না না না...
যেতে দেবো না।


3 comments:

  1. হে আকন্দক্ষয়,শাদা,মিহিনদুধশাদা,সাধি,সাধ্যাতীত নাও ।
    পেছনে ট্রাকআলো,মেঘআলো,চিন্তিত একবিন্ধু....

    সোনালী মিত্রের কবিতা আগে পড়িনি তবে এই সংখ্যায় তাঁর ৩টি কবিতাই তাঁর নিজস্ব উচ্চারণ নিয়ে বাংলা কবিতার নিবিষ্ট পাঠকের মনোনিবেশ আকর্ষণ করে । । কুটিল জ্যামিতি । পিথাগোরাসের হাড়ে মৃত্যুজল ।মানো গো ধন্বন্তরি । ওষুধ লেখো পৌরাণিক ।হত জাদুঘর । পৈশাচিক ভূতবলয় ।
    অথবা - অচৈতন্য কালো দেহে সাধ দেহতত্ত্ব,বাজাও খোল, বাজাও ব্রজের বুলি । তুমুল বাজাও বৈষ্ণবীর ঝুলি।
    আমার সোনার অঙ্গ পুড়ে সঙ্গ. খাও ক্ষীরনদ ,খাও নীরনদ।রজ:স্বলা খাও শ্রী হরির দ্যুতি। বীজের ভার -বীর্যের ভার এ দেহ ছোঁবে না।এস গাঁথি মালা হে পরম ঈশ্বর,এক হাতে মাই অন্য হাতে নিমাই।খাও রে প্রেম- সাধন সঙ্গ,পরম ব্রহ্ম- সাধন অঙ্গ । এই বিন্যাস জাদুঘর খুলে খুলে দেখায় ভূত বলয়, শ্রী হরির দ্যুতি । মহাগভীর ছাই । শূন্য । শূন্যের দেবালয় । বাজে কচিপাতা বাঁশি । বাজে ধূর্তচোখ। গতানুগতিক পাঠাভ্যাস কে অতিক্রম করে যে সমস্ত পাঠক নিজস্ব উচ্চারণের ব্যতিক্রমী কবিতা তথা কবিদের খুঁজে বেড়ান তাদের কাছে শূন্যকাল/১৮ র অরুণকুমার দত্ত ও সোনালী মিত্রের কবিতা অবশ্যই সফল প্রাপ্তি ।

    ReplyDelete
  2. চির-মুগ্ধ পাঠক তোমার কবি। তুমি এগিয়ে চল সৃষ্টি খেলায়। এক পৃথিবী শুভেচ্ছা রইলো তোমার জন্য।

    ReplyDelete
  3. ওফ, ফাটাফাটি লিখেছিস রে !

    ReplyDelete

Facebook Comments