ধীমান চক্রবর্তী

 


ধীমান চক্রবর্তীর কবিতা

গমন


তোমার শহর বললেই ভিজে চুমু ।
আট-দশ রকম শোনা আর বেজে ওঠা ।
পাখিশেষ বারান্দায় শেখানো শীতকাল ।
                                   বেতের চেয়ারে
শুক্লপক্ষ এবং রিহার্সাল ,অল্প ফেরিঘাট ।
দোষ না দেওয়া রঙচটা জিনিস ।
                                  সোনায় সোহাগা হয়ে
বসে আছে বাথটাবের কোরাসে ।
গন্ধরাজলেবু আলো থেকে অন্ধকারে এলে ,
কোপারনিকাস হয়ে যায় আমার কুশপুতুল ।
প্রতি তুলনায় আর কতদুর যাবে যন্ত্রণা ।
                                       পালকি একদিন
এসেছিল ধানখেত গাইতে গাইতে ।
আজ শুধু তুমি ভেবেছিলে ।
হয়তো আসবে ।


জীবন



বনভোজন । বোতলবন্দী শীতকাল বাইরে
 বেরিয়ে হেসে উঠলো । প্রাতরাশে চোখ --
আংটি খুলে রাখা আঙুল পছন্দ করে ।
                                  জলফেরতা ছেলেমেয়েরা ,
মুখোশ পোড়ানোর খেলা খেলছে । এককোণে
                                  শুয়ে থাকা রুকস্যাক ।
                                        বন্ধ মানচিত্র ।
মাঝে মাঝে কেঁদে ওঠে ভুল করা খেলায় ।
এই দুনিয়া অন্ধকারকে যতটা ভালোবাসে ,
                                      আলোকেও ততটা ।
                                              কোনদিকে যাবো ।--
আজকাল আর ঠিক করতে পারি না ।
শূন্যের সাথে শূন্য জুড়ে অপেক্ষায় থাকি ।
                                               সারারাত ।

1 comment:

  1. খুব ভাল লাগলো গমন কবিতাটি

    ReplyDelete

Facebook Comments