কৃষ্ণা মিশ্র ভট্টাচার্য


কৃষ্ণা মিশ্র ভট্টাচার্যের কবিতা



অন্য ডায়মেনশন


রাজা রাণীর গল্প এখন আর কেউ বলে না
রূপকথারা আচমকাই ব্রেক কষে
ব্যাক গীয়ার
রাত ছায়া, কুহেলী, তেপান্তর মাঠ, আকাশ- -মেঘ মেঘ দেয়ালা
যাদুস্থান খুঁজতে খুঁজতে পথ হারায়
গোধূলির তারা
মেশিনের দাঁতে ফালা ফালা
মধুবংশীর গলি
আনন্দ ভৈরবী
কর্পোরেট রোবট রা এখন অন্য ডাইমেনশনে কাহিনি বানায়

সিন্থেটিক কবিতা


এভাবেই অনবরত হাওয়া উলটপালট
সিন্থেটিক কবিতায় গরমচুমুক
আফটারনুন টীপট- পিরিচ- পেয়ালা বিকেল কবিতা
চোঁয়া ঢেকুর সহ বর্জ্য শব্দ সমূহ
মোম আলো মিছিলে, মেলায়
কবিতাও টিনের কৌটো হাতে ফুটপাতে
ছেঁড়া রুমাল পাতে-


ভেসেলিন সময়


এক পেয়ালা 'মাতে'
মুখোমুখি আমি আর আর্নেস্তো গুয়েভারা দে লা সেরনা
কাঠের ভেলায় রুকস্যাক্
উকায়ালির উজানে
অনাঘ্রাত আমাজন জঙ্গল
অগ্নি বৃষ্টিতে ভিজে যাচ্ছিল
ভেসেলিন সময়
নেগেটিভ পাতা গুলি
ধীরে ধীরে ফেলে দিলাম
নদী খাতে
রোমান্টিক বোহেমিয়ান হাওয়া গীটার আঙুল ছোঁয়ালে
আন্দিজের সর্বোচ্চ পয়েন্টে ক্রান্তিয়-সমারোহ

No comments:

Post a Comment

Facebook Comments