সঞ্জীব নিয়োগী





সঞ্জীব নিয়োগীর কবিতা

অন্যান্য শব্দকানঃ ৬


থেমে যাওয়াগুলো বলো
মাঝখানে বলো, যেভাবে মানিয়ে নিলে যতি...
নামের সুরের সাথে হেঁটে যাওয়া
বলা হয়ে উঠবেনা জানি। 

যত্নে বসাও, বসি
ধুলো ঝেড়ে আসন পেতেছ
কাটাকুটি খেলাগুলো দেখাও হাসিতে
বলছনা সারাদিনের জমেওঠা বালি।

বাজছে অনেক তার, চাতুরী-বিহীন
তুমি সেই বাজনার দিকে
আসো-যাও, দ্যাখো

শব্দের দিকে মুগ্ধ-চোখ –

 অন্যান্য শব্দকানঃ ৭


সবকিছু গন্ধে ফালা ফালা, থেকে যাওয়া ছায়ায় বিক্ষত

আরেকটু পর থেকে পেছনের চলাফেরা
প্রতিধ্বনি হয়... অজুহাতে মেহেন্দি সেজেছে
তারও তো নিজস্ব ক্ষমতা, হাওয়া ধরে রঙের মাতাল

কতদিন পার করে কীরকম হেসে হেসে প্রমাণেরা আসে
শব্দহীন, সংকোচের যোনি আর শুঁকেও দেখে না
হঠাত অবাক ফলে বিবস্ত্র বাগান আর বসে থাকে মাথাহীন স্বপ্নবসতি

এইটুকু পথ হয় এতখানি ভাবনার গানে
কানে মুখ রেখে ...

অন্যান্য শব্দকানঃ ৮


সুগন্ধ, শিকারি লেগেছে দুই চোখে
যাযাবর যোনি ...

আজ তবে আমি হয়েগেছি। কাল আর দাঁড়াবেনা পুরোনো চাতুরী

বিকিকিনি আকাশ ছুঁয়েছে প্লাসে ও মাইনাসে
একটু আস্তে হেঁটেছ, এটুকুই যা ফুলদানির ক্ষণ
যা বেজেছিল তা নানা কানে
হাতি দেখার গল্প আর করছিনা, এত গদ্য কপালে সইবেনা

হঠাৎ মৃত্যুভয় চেপে বসছে ঠোঁটে...

অন্যান্য শব্দকানঃ ৯


মরমে বসছে পথ... স্মৃতির ধূসর
কারও মুখ মনে পড়েনা, তিনসত্যি, অক্ষর যখন
হাজারো মিছার মধ্যিখানে কী একটা সুন্দর চুমু
খেয়ে ফেললে কেউ দেখল না ...

অনাগত, বক্তব্য-সফল, ঘুম রাখা থাকে দুই পারে
সেই দিকে নজর বুলোই আর থুথু চাপা পড়ে
আর পাপড়ি শুকোয়
হাওয়ায় হিমশিম...

মনে হচ্ছে গড়ে উঠছে, উড়তে উড়তে রেণু    

    

No comments:

Post a Comment

Facebook Comments