দিলীপ ফৌজদার

 

 

দিলীপ ফৌজদারের কবিতা

 ধুপছায়া



একটা ধূপছায়ার কবলে পড়া দিন
কব্জা  করে অন্য দিনের, আর কোথাকার, সম্ভার
কে কিনে নিতে চাইছে অন্যের জিনিস
কিনে নেওয়াটা কেড়ে নেওয়ার মতো


কেন কেউ কোন কিছু অতো কোরে চায়
বলো তো সুজন!


আমি তো বলেছিলাম রোদে হাটবার কথা
আলবৎ ভরা গ্রীষ্মকালে। কেউ যে দ্যাখো নি
কতো সাজ সে রোদের

কিনে নিতে চেয়ে কেউ প্রস্তাব পাঠালো
কেন চাইছে তার কোন খোলাসা রাখে নি
সকলেই নিরবধি কিছু চায়
সে চাওয়া এখন দেখি বদলে গেছে

এখন কেনার একটা  প্রবল হিড়িক
কিনে নিচ্ছে
এত কিনে রাখবে কোথায় - সে কথা ভাবে নি

আমি এইটুকুই বলেছিলাম - তাত ভালো
তবে সেটা পুড়ে যাওয়া নয়

কেউ টেনে নিয়ে যায়
কিছু টেনে রাখে
এগোতে এগোতে এতক্ষণে যেন এসে গেছি
না পুড়লে কিভাবে জানবো
জ্বালা কতো - সেটা এ রোদের মতো
ঝলমলে না হলেও
প্রাপ্য
তাই নিয়ে নেব



ক্ষান্তি দাও। ক্ষ্যামা দাও।


মানুষ আবার অন্তরীক্ষে যাবে
ফিরে যাবে
একা যাবে

এই বিশ্বপ্ব্রথিবীর আর কিছু সংগে যাবে না।

হাওয়া, পানি, ঘাস, ফুল, পাতা সব
এখানেই একা একা ঝিমোবে, জিরোবে


শব্দেরা, ভাবনারা


একটা  শব্দের পাশে আরেকটা শব্দকে টানতে গিয়ে দেখি সে বসছে না
অথচ দুটোই এসে দাঁড়িয়ে গেছিল এসে জেদে
আমার ভাবনারা কেন এরকম হারিয়ে পালিয়ে যায়


ভাবনা


যারা এই আমারই মতোন ছিল
তারা কি অনেক বেশি মাটি ছুঁত
ঘাস ছুঁত আলগা আংগুলে 
তাদের আকাশ কি এতো  বড় ছিলো
এতো ধু ধু আকাশ দেখতেই কি তারা
চলে যেত মাঠ তেপান্তরে
তাদের রোদটাই কি ছিলো পোড়ানর
ছায়াটা শীতল
আমি যে রোদের দেখা পাই
তার কি ছাঁকনি নেই

ভুলে গেছি কি কি ছিল এই ধরাছোঁয়ারই জগতে

মাটিতে যে পা রাখি না
সেটা কি ওজোন স্তর ভেংগে গেছে তাই
মাটিতে যে পা রাখি না
তাই কি ওজোন স্তর ভেংগে গেছে


No comments:

Post a Comment

Facebook Comments