শিবশংকর পাল


শিবশংকর পালের কবিতা


চাকা



একদিন বোধহীন এই ভীড় কেটে যাবে
তারাদল লয়ে তুমি ফুটে উঠবে
সকালের রোদে ভাসা নিষ্পাপ একা এক মহীরুহ
তখন অনেক দূর গড়াবে জল
নদী থেকে ভেসে আসবে নতুন কাপড়
কফনের ভেতর থেকে যার ঘর দেখা যায় না
উৎসও শেষ হয়ে গেলে
উচ্চতার পতন হয়
তারই শেষ প্রান্তের নিমেষ আলো
তোমাকে দেখিয়ে দেবে নৌকার বহর

ধ্রুবক




কেন থেমে যায় হাত
পাতালের তলানি মোছে পুরনো বেয়াদপি
যে কোনো প্রার্থনা থেকে ভেঙে পড়ে করুণ যন্ত্র
নির্বীজ বিনতির কংকাল
অসময়ের মহাবীর যে তার পতন হলে
খোকারা ভাতের আশায়
তাড়ায় মাছি
আর
রূপ জন্ম নেবে বলে
থালা থেকে দূরে সরে যায় প্রকৃত আততায়ী 

তখনও হাত তার নিজ ভূমে
বাসি রুটির মতো পড়ে থাকে ।

No comments:

Post a Comment

Facebook Comments